ফরিদপুর প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল অভিযোগ করেছেন যে তার নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও তোরণ সম্প্রতি ভাঙচুর করা হয়েছে। অভিযোগের প্রতিবাদে তিনি ও তার সমর্থকরা শনিবার দুপুরে চরভদ্রাসন সদর বাজারে ঝাড়ু মিছিল করেছেন।
মিছিলটি বেলা ১২টায় এমপিডাঙ্গী এলাকায় অবস্থিত মুফতির নিজ বাড়ির সামনে থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তার বাড়িতেই শেষ হয়। মিছিলের নেতৃত্বে শতাধিক সমর্থক অংশ নেন। মুফতি রায়হান জামিল সংবাদে দেওয়া বক্তব্যে বলেন, পূর্বে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এবং তিনি নিজেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। প্রচারের জন্য বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল; সম্প্রতি একজন বা কিছু আগ্রাসী গোষ্ঠী তার প্রচারণার গেট ভাঙচুর করেছে এবং সেটি প্রতিবাদ করতে আজ ঝাড়ু মিছিল করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ যদি পুনরায় এ ধরণের কাজ করে তাহলে কঠোর কর্মসূচি নেয়া হবে। সংবাদ সূত্রে মিছিলের সময় এলাকায় উত্তপ্ত পরিবেশ ছিল, তবে পুলিশের কোনো নির্দেশনা বা প্রশাসনিক প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি।