ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’তে ২০৪ জনের প্রাণহানির পর নতুন আরেকটি শক্তিশালী টাইফুন ‘ফাং-ওং’ ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। শনিবার (৮ নভেম্বর) ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো প্রাণঘাতী ঝড়ো হাওয়া ও ধ্বংসাত্মক বাতাসের বিষয়ে সতর্কতা জারি করেছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই টাইফুনটি দেশের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। আগামীকাল রবিবার রাতে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
প্রায় ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই ঝড়ে ইতোমধ্যেই পূর্ব ফিলিপাইনের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। বর্তমানে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে বায়ুপ্রবাহ চলছে, যা ভূমির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি পুরো দেশকে প্রভাবিত করতে পারে। এটি ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের ক্ষমতাসম্পন্ন। বিকোল ও সামার অঞ্চলে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, আর উত্তর ও মধ্য লুজনে বৃষ্টি হতে পারে ১০০ থেকে ২০০ মিমি পর্যন্ত। এতে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে।
উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে এবং সব ধরনের নৌযান চলাচল বন্ধ করতে বলা হয়েছে। এদিকে, ঝড়ের আশঙ্কায় বেশ কয়েকটি স্থানীয় সরকার সোমবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে এবং বিমান সংস্থাগুলো কিছু ফ্লাইট বাতিল করেছে।
এর আগে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ ফিলিপাইন ও ভিয়েতনামে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এতে ফিলিপাইনে ২০৪ জন ও ভিয়েতনামে ৫ জন নিহত হন। দুই দেশে লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন এবং প্রায় ৫ লাখ মানুষ এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঝড়গুলো আরও ঘন ও শক্তিশালী হয়ে উঠছে।