টেলিগ্রাফ রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ২৩ জন নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ৪১ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশের পরপরই ফেসবুকে একে একে পদত্যাগের ঘোষণা দেন তারা।
বুধবার (১২ নভেম্বর) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। সূত্র জানায়, ইয়াছিন আরাফাতের পদত্যাগের পরপরই যুগ্ম সদস্য সচিব-১ ছাড়া অন্য সব যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ে ‘লবিং’-এর ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন বলে জানা গেছে।
ইয়াছিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই।” তিনি জানান, তারা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করবেন।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবশক্তির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিটি দেওয়ার জন্য ভাইভা নেওয়া হলেও সে অনুযায়ী কমিটি হয়নি। তারা তৃণমূলের ক্ষোভ নিয়ে অবগত আছেন এবং বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে বলে জানান।