বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আফ্রিকার দেশ উগান্ডায় খাবারের অভাবে দুই শিশুকে জীবন্ত উইপোকা খেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে রাখা প্লেট থেকে শিশুরা হাতভরে জীবন্ত উইপোকা মুখে তুলছে, যেন তারা চিপস খাচ্ছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে অনলাইনে। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, চরম খাদ্যসংকটে পড়েই শিশুরা পোকামাকড় খেতে বাধ্য হচ্ছে।
তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের উপজাতি সমাজে উইপোকা খাওয়ার প্রচলন নতুন নয়। স্থানীয়ভাবে এগুলো রান্না করে খাওয়া হয়, এমনকি কিছু এলাকায় জীবন্ত উইপোকাকেও সুস্বাদু খাবার হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, উইপোকা অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে মাংসের তুলনায় দ্বিগুণ প্রোটিন, প্রচুর আয়রন ও অ্যামাইনো অ্যাসিড থাকে। তাই খাদ্যাভাবের সময় এগুলো বিকল্প খাদ্য উৎস হিসেবে বিবেচিত হয়।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি উগান্ডায় চলমান খাদ্যসংকট ও দারিদ্র্যের কঠিন বাস্তবতাকে আবারও সামনে এনে দিয়েছে।