যশোর প্রতিনিধি।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে দলটির দুই উপজেলা ও অঙ্গসংগঠনের মোট ৫২ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। প্রাথমিক তালিকায় ঘোষিত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর জনপ্রিয়তা নিয়ে সংশয় এবং স্থানীয় কর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের দূরত্বকে এই দাবির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম জানান, তাদের ২৭ নেতার স্বাক্ষরিত আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ঘোষিত প্রার্থীর সঙ্গে দলের নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের কোনো দৃশ্যমান যোগাযোগ নেই। দীর্ঘ ১৭ বছর তিনি এলাকায় ছিলেন না, মামলা-হামলার সময় পাশে দাঁড়াননি এবং আন্দোলনেও সক্রিয় ছিলেন না। এমন পরিস্থিতিতে তার পক্ষে মাঠপর্যায়ে কাজ করা কঠিন হবে বলে জানান তিনি।
একই দাবির পুনরাবৃত্তি করে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন জানান, তাদের পক্ষ থেকেও ২৫ নেতার স্বাক্ষরিত আবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে সাবিরা সুলতানাকে বিজয়ী করা প্রায় অসম্ভব বলে স্থানীয় নেতারা মনে করছেন।
গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-২ আসনে সাবিরা সুলতানার নাম প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।