বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পরও তাকে হস্তান্তরে আগ্রহ দেখায়নি ভারত। সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রত্যর্পণ প্রশ্নে নীরবতা ও বক্তব্যের ভাষা থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে—যা আল জাজিরা প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচারব্যবস্থার দেওয়া রায় তাদের বিবেচনায় রয়েছে এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সম্পর্কে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি।
ভারতে আশ্রয় নেওয়া দুই সাবেক নেতার বিষয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, তার মায়ের নিরাপত্তা ভারত নিশ্চিত করবে এবং দিল্লির পক্ষ থেকে তাকে ঢাকায় ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলাদেশে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। নতুন রায় ও ভারতে অবস্থানরত সাবেক সরকারপ্রধানের পরিস্থিতি এ সম্পর্ককে আরও জটিল করতে পারে বলে বিশ্লেষকদের মত।
ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়টি প্রত্যাশিত ছিল, তবে ভারত তাকে হস্তান্তর করবে না বলে মনে হয়।