বাঘারপাড়া প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৮/৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া) আসনে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন। প্রচার প্রচারণায় সরগরম এ আসনের প্রতিটা এলাকা। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত সভা-সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হলেও ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে এ আসনে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা দাবি করছেন। দীর্ঘ প্রায় তিন দশক ধরে দলের সঙ্গে সম্পৃক্ত আইয়ুব হামলা-মামলার সময়ে কর্মীদের পাশে ছিলেন বলেও তার সমর্থকরা উল্লেখ করেন। তবে উপজেলা এবং পৌরসভার কিছু বিএনপি নেতা তার বিরোধিতা করছেন। অভয়নগর বিএনপি সভাপতি মতিয়ার রহমান ফারাজি তার প্রার্থিতা বাতিলের দাবিতে শোডাউনও করছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী জেলা আমির অধ্যাপক গোলাম রসুলকে প্রার্থী করেছে। তিনি তৃণমূলে প্রচারণা চালিয়ে দলীয় রাজনৈতিক বার্তা তুলে ধরছেন। দলটিতে কোনো বিভাজন নেই বলে স্থানীয় নেতাদের দাবি। ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট বায়েজীদ হোসেনও এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে বাঘারপাড়ায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩১ জন এবং অভয়নগরে ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। বসুন্দিয়া ইউনিয়নের ভোটার বাদে দুই উপজেলায় নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা চার লাখের বেশি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থির সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে তুমুল প্রতিদ্বন্দিতার হবে ভোটারদের ধারনা।