নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মাঠে গতি আনতে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে মহিলা দল। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরসা রিসোর্টে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্না।
সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্না বলেন, এই নির্বাচনে নারী ভোটাররাই হবে পরিবর্তনের প্রধান শক্তি। আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন সুদৃঢ় করব।
ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে গতি আনতে মহিলা দলের ১২০০ কর্মী প্রস্তুত উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছি। এবার নির্বাচনী মাঠেও মহিলা দল ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থানে থেকে নির্বাচনের বিশেষ ভূমিকা রাখবে।
এবার আর পিছিয়ে থাকার সুযোগ নেই উল্লেখ করে মহিলা দলের নেত্রীরা বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ এলাকার মানুষ মুক্তি পাবে। মহিলা দল ঘরে ঘরে গিয়ে ভোটারদের সরব উপস্থিতি নিশ্চিত করবে। নারী ভোটারদের সংগঠিত করে ধানের শীষকে বিজয়ের পথে নিতে মহিলা দল সর্বোচ্চ ভূমিকা রাখবে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান বলেন, এই অঞ্চলে উন্নয়ন নয়, বরং অবহেলা ও বঞ্চনাই বেশি হয়েছে। মানুষের আস্থা ফিরে পেতে এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতেই দল আমাকে প্রার্থী করেছে। বিএনপির নীতিমালা ও জনগণের প্রত্যাশা পূরণে আমি বদ্ধপরিকর।
তিনি মহিলা দলের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, মহিলা দল মাঠে নামলে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে। নারী শক্তির ভূমিকা এ অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বশিরাতুল কুবরা শাহিন, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার সুমি ও সাধারণ সম্পাদক ফাতেমা নাসরিনসহ মহিলা দলের অন্যান্য নেত্রী এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেত্রীরা।
সভা শেষে নির্বাচনী কৌশল নিয়ে পৃথক বৈঠক এবং বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।