কচুয়া প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা গ্রামের নোয়াপাড়া প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেকের বয়স ছিল ৭০ বছর।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. হোসাইন হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাবার ওপর ধারালো দা নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংসতা ঘটাবে তা কখনো ভাবিনি।” স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা হতবাক হয়েছেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আইনি ব্যবস্থা দাবি করেছেন।
হামলার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা হোসাইনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।