নিজস্ব প্রতিনিধি।
বিএনপি মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুকে শোকজ করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামানের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি নানা ধরনের কর্মকান্ড করে চলেছেন, যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথা তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও হুশিয়ারী উচ্চারণ করা হয় উক্ত চিঠিতে।

এবিষয়ে জানার জন্য বার বার চেষ্টা করেও ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর সাথে যোগাযোগ করা যায়নি। তবে তিনি তার ফেসসবুকে উল্লেখ করেছেন ‘বহিস্কার মনে হয় হয়ে গেলাম? যাইহোক আমি আনন্দিত’।
এসব বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর জানান দলীয় সিদ্ধান্ত অমান্য করে সে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। দলের বদনাম হয় এমন কোন নেতাকে বিএনপি বা তার অঙ্গ সহযোগী সংগঠন সহ্য করবে না, যা আব্দুল্লাহ আল কাইয়ুমের দিয়ে বুঝে নিতে হবে।