নেত্রকোণা জেলা প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা কৃষি ও কৃষক কল্যাণ নিয়ে আয়োজিত হচ্ছে কৃষি কথা ও কৃষক সমাবেশ ২০২৫।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ২৯ নভেম্বর,শনিবার এই আয়োজন অনুষ্ঠিত হবে। উপজেলার ২নং নাজিরপুর ইউনিয়ন ঈদগাহ মাঠে দুপুর ২টায় কৃষকদের নিয়ে অনুষ্ঠান শুরু হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
কৃষি কথা ও কৃষক সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থানীয় একজন কৃষক। এছাড়া বিশেষ অতিথি হিসবেও কৃষকরাই থাকছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা।
এই রূপরেখার ২৭তম দফা কৃষি ও কৃষক কল্যাণ নিয়েই আয়োজিত হবে কৃষি কথা ও কৃষক সমাবেশ ২০২৫। এই আয়োজনে কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরবেন। আগামীর কৃষি ও কৃষকের উন্নয়ন-সমৃদ্ধি ও করণীয় নিয়েও আলোকপাত করা হবে এই আয়োজনে।