বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বিএনপি আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি প্রকাশ করেন। এ উপলক্ষে তার নেতৃত্বে ২১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে অংশ নেবে। প্রথম দিনের উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরবর্তী দিনগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করবেন।
এর আগে শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই। তিনি দাবি করেন, এরশাদ যেখানে ব্যাংক লুট করেছিলেন, শেখ হাসিনা সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়েছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রসঙ্গে রিজভী বলেন, আদালতকে প্রভাবিত করার ঘটনা ঘটেনি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ নেই। তিনি অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে আইনকে নিজের স্বার্থে প্রয়োগ করেছিলেন শেখ হাসিনা।