বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির (আংশিক) যুগ্ম সম্পাদক-১ মনোনীত হয়েছেন বাঘারপাড়া বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি,এস,আয়ুব।
কেন্দ্রীয় কমিটিতে কৃষিবিদ হাসান জাফির তুহিন কে সভাপতি ও শহিদুল ইসলাম বাবুল কে সাধারন সম্পাদক করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন বলে দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এবং দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
আংশিক কমিটিতে যশোরের দুই নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও শফিকুল ইসলামকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।