অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতীম সুরের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা মির্জা তমাল, পৌর ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজীব মোল্লা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অনিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো.শাওন, সহ সম্পাদক তারিম আহমেদ ইমন।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, ইখলা হোসেন, মো. সোহেল, কলেজ ছাত্রলীগ নেতা তামিম, সাব্বির আহমেদ, মাহিন হোসেন, প্রীতম, নোমান সরদার, হাসিব পাটোয়ারী তৈমুর হোসেন। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাধন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ডিএন মোড় জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর অসুস্থ মাতার সুস্থতা কামনা করা হয়।