রোববার বিকেল ১টা ১১ মিনিটে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অধিবাসীরা জানিয়েছে, ভূমিকম্পে রাজধানী তাইপে জোরালোভাবে কেঁপে উঠেছে। কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্ট্রিতে এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬৭ কিলোমিটার (৪২ মাইল) গভীরে।