আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা সংক্রান্ত আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হলেও কোভিড এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।এবারের পরীক্ষা পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় মোট ২৯ হাজার ৩৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ৩ হাজার ৬৭৯ টি কেন্দ্রে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে ।
তিনি জানান, সারাদেশে ৯ টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি /দাখিল/এসএসসি(ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেবে।
অন্যদিকে ৭১০ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩ লাখ এক হাজার ৮৮৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ৭৬০ টি পরীক্ষা কেন্দ্রে ভোকেশনালে পরীক্ষা দিচ্ছে এক লাখ ২৪ হাজার ২২৮ জন।
পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ২০২১ সালের সংশোধিত ও পুর্নবিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক ৩ টি নৈর্র্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে।
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা,স্বাস্থ্য বিজ্ঞানও খেলাধূলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে । সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাবে।