আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইউপি নির্বাচনে চারিগ্রাম ইউনিয়নে স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শেখ মো. সাজেদুল আলম স্বাধীন ও তার স্ত্রী লিলি আক্তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান, উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যন পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ দিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উঠিয়ে নেন।
চারিগ্রাম ইউনিয়নে স্বামী-স্ত্রী দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় করায় ইউনিয়নে কৌতুহলের সৃষ্টি করেছে।
শেখ মো. সাজেদুল আলম স্বাধীন পর পর দুই বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন হোসেন এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী ।
নির্বাচন কেন করছেন জানতে চাইলে স্ত্রী লিলি আক্তার জানান, স্বামীকে সহযোগিতা করতেই আমি প্রার্থী হয়েছি।
এদিকে, শেখ মো. সাজেদুল আলম স্বাধীন বলেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে আমার স্ত্রী লিলি আক্তার আমার ব্যাকআপ প্রার্থী ।তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে এবারও বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ ।