মণিরামপুর উপজেল্য আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ১৬ টি ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ৭১৯ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন । প্রার্থিদের মধ্যে চেয়ারম্যান পদে ৯৪ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১৩৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোহিতা ইউনিয়নঃ- এ ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র কিনেছেন।
কাশিমনগরঃ- এ ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্যপদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোজগাতীঃ- এ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্যপদে ১১ জন ও ইউপি সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকুরিয়াঃ- এ ইউপিতে চেয়ারম্যানপদে ৫ জন, নারী সদস্যপদে ১২ জন ও ইউপি সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
হরিদাসকাটিঃ- এ ইউপিতে চেয়ারম্যানপদে ৭, নারী সদস্যপদে ১২ ও ইউপি সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনিরামপুর সদরঃ- এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্যপদে ১১ জন ও ইউপি সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খেদাপাড়াঃ- এখানে চেয়ারম্যানপদে ৭ জন, নারী সদস্যপদে ১০ জন ও ইউপি সদস্য পদে ৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঝাঁপাঃ- এ ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬ জন, নারী সদস্য পদে ৮ জন ও ইউপি সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মশ্মিমনগরঃ- এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১১ জন ও ইউপি সদস্য পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
চালুয়াহাটিঃ- এই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৬ জন ও ইউপি সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শ্যামকুড়ঃ- এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, নারী সদস্য পদে ১৩ জন ও ইউপি সদস্য পদে ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খানপুরঃ- এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১০ জন ও ইউপি সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দূর্বাডাঙাঃ- এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য পদে ১২ জন ও ইউপি সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুলটিয়াঃ- এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, নারী সদস্য পদে ১৫ জন ও ইউপি সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নেহালপুরঃ- এই ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, নারী সদস্য ১১ জন ও ইউপি সদস্য ৩৭ জন এবং মনোহরপুরে চেয়ারম্যান পদে ৬ জন, নারী সদস্য ৯ জন ও ইউপি সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।