কুষ্টিয়া জেলার মিরপুরের পোড়াদহ ইউনিয়নে মাত্র ৪২৭ভোট পাওয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে তিনি মাত্র ৪২৭ ভোট পেয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জনের কাছে হেরে যান।
অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে অসহযোগিতা করার ফলেই তিনি পরাজিত হয়েছেন। জানা গেছে, আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে ফারুকুজ্জামানের পক্ষে কাজ করেছেন।
ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করা ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শারমিন আক্তার নাসরিন ৫ম হয়েছেন। ৩১ হাজার ১৬৬ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৮ হাজার ৮৩২ জন। প্রদত্ব ভোটের মধ্যে মাত্র ৪২৭ভোট পেয়েছেন শারমিন আক্তার নাসরিন। নির্বাচিত প্রার্থী ফারুকুজ্জামান পেয়েছেন ১২ হাজার ৫৩৪ ভোট ।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেনজীর আহমেদ পলাশ পেয়েছেন ৯ হাজার ৮১০ ভোট। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৫১৮।