1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাঘারপাড়ায় মক ভোট অনুষ্ঠিত - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

বাঘারপাড়ায় মক ভোট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩০৩ জন খবরটি পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় শুক্রবার দিনব্যাপী রায়পুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে এ অনুশীলন (মক ভোটিং) ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন অফিসা  থেকে জানা গেছে, ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মক ভোটের আয়োজন করা হয়। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কিনা, সে বিষয়ে কাজ করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে এসে মক ভোট দিয়েছেন।

মক ভোট প্রয়োগ শেষে রায়পুর গ্রামের নাসির হোসেন বলেন, ‘যতটা কঠিন মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেয়ার সঙ্গে সঙ্গে ছবি এলো, আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগলো’।

শেখেরবাতান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ রায় জানান, অনুশীলন বা মক ভোটিংয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পড়েছে। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে গিয়েছেন ভোটাররা।

নির্বাচন কর্মকতা ওয়াহিদা আফরোজ জানিয়েছেন, শুধুমাত্র রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদেরকে সচেতন করতে মক ভোট অনুষ্ঠিত হয়েছে। মক ভোটে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews