মাগুরার শালিখা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় শরিফুল ইসলাম(৫০) নামে এক নৌকা প্রতিকের সমর্থক কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শরিফুল ইসলাম শালিখা উপজেলার সাবলাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে।
শনিবার (২৫ ডিসেম্বর ) উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট বাজারে সকাল বেলায় হত্যাকান্ডটি ঘটে। এসময় আরোও আট জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকালে শাবলাট বাজারে কয়েকজন বন্ধুসহ চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় বিডিআরের সাবেক সদস্য আইয়ুব প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে শরিফুল কে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। বাঁধা দিতে গেলে দুর্বৃত্বদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে সাতজন কে আহত করে পালিয়ে যায়।
এর পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।
আহতদের মধ্যে বদর মোল্লা (৪২), রাব্বিকুল ইসলাম (৪৫), মহব্বত আলীসহ (৩৮) ৫ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মাগুরার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তালখড়ি ইউনিয়নে শরিফুল ইসলামসহ অন্যান্যরা নৌকা মার্কার পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত ছিল পরাজিত চশমা প্রতীকের প্রার্থী শামসুর রহমানের কর্মী ও সমর্থকরা। এ ঘটনার জের হিসেবে শনিবার তাদের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে শরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।