ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকার সময় যাত্রীবোঝাই ওই লঞ্চটিতে আগুন লেগে কমপক্ষে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় লঞ্চটির অন্যতম মালিক মোহাম্মদ হামজালাল শেখ কে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করেছে র্যাব। র্যাবের মুখপত্র কমান্ডার খোন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা লঞ্চের চার মালিকসহ আটজনকে অভিযুক্ত করে ঢাকার নৌ-আদালতে মামলা করেন।
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪১ জনের মৃত্যুসহ অনেক মানুষ এমনভাবে পুড়ে যায় যে তাদের মরদেহ চিহ্নিত করা যায়নি।