বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
দূর্ঘটনায় নিহত নাজমুল(৩০) বাঘারপাড়া পৌরসভার হাসান আলী মোল্যার ছেলে।
আজ শনিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন বাঘারপাড়া গ্রামের রহেন মোল্লার ছেলে মো. সবুজ (২৩), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. সজিব (১৭) ও মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার দেউলি গ্রামের পিকুল (৫০)।
আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাজমুলের স্বজনরা জানান,শনিবার সকাল ১০টার দিকে নাজমুল,সবুজ ও সজিব মোটরসাইকেল (যশোর- ল- ১২-৭৭২০) যোগে বাঘারপাড়া থেকে যশোরে যাচ্ছিল। পথিমধ্যে পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় তাদের ব্যবহৃত গাড়িটি রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সিনথিয়া ফারহানা জানান, ‘হাসপাতালে আনার আগেই নাজমুলের মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল সোয়া ১ টার দিকে জানান,’মরদেহ ও মোটরসাইকেল দুটি হেফাজতে রাখা হয়েছে। নিহত ও আহতের স্বজনেরা থানায় অবস্থান করছে। কোন মামলা হয়নি। উভয় পক্ষের আলোচনার পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।