1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে; গত এক সপ্তাহে দুই বাড়িতে হানা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

নওয়াপাড়ায় চোরের উপদ্রব বেড়েছে; গত এক সপ্তাহে দুই বাড়িতে হানা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৪০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি ।।

নওয়াপাড়া পৌরসভার ক্লিনিকপাড়া-আলহেলাল সড়কে চলছে চোরের আনাগোনা। রাত ১০টার পর এ সড়ক দিয়ে মোটরসাইকেলে চলাচল করছে অচেনা কিছু মানুষ। রাতের বেলায় মোটরসাইকেলযোগে চলাচলকারীদের আনাগোনায় রাস্তার পাশে বসবাসকারীদের ঘুম ভাঙছে প্রতিনিয়ত।

গত এক সপ্তাহে এই সড়কের পাশে বাস করা দুই বাড়িতে চোরেরা হানা দিয়েছে। বুইকরা ক্লিনিকপাড়া এলাকায় মরহুম রফিকুল ইসলামের দোতলা বাড়িতে চোরেরা হানা দিয়ে কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। মালামাল নিয়ে যাওয়ার সময় দেখা যায়, চোরেরা চুরি করার পর মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে চোরেরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত হোসেন বাড়িতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর আত্মচিৎকারে পালিয়ে যায়। এই এলাকায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মাছে আতংক বিরাজ করছে।

ক্লিনিকপাড়া-আলহেলাল সড়কের বাসিন্দা মুদি দোকানদার খবির হোসেন জানান, চোরের উপদ্রবে রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা জানান, তার ওয়ার্ডে চোরের কোন স্থান নেই। তবে বহিরাগত কিছু লোক এলাকায় প্রবেশ করছে। চুরির বিষয়ে চোরদের ধরার বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অচিরেই চুরি বন্ধসহ চোর শনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, এইমাত্র বিষয়টি শুনেছি। চুরিরোধে রাতে ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হবে। পাশাপাশি তিনি অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের জন্য এলাকাবাসীর সুদৃষ্টি কামনা করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews