শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে অনশন ভেঙে বা অনশনরত অবস্থায় শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ।
ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সিলেট যেতে পারছেন না। শিক্ষার্থীরা চাইলে শিক্ষামন্ত্রী তার প্রতিনিধি পাঠাবেন। শিক্ষার্থীরা যখনই চাইবে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধি দল শাবিপ্রবিতে যাবেন। যেকোনো সময়, যেকোনো দিন শিক্ষার্থীরা আলোচনায় বসতে পারবে বলে জানিয়েছেন তিনি। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।
শনিবার (২২ জানুয়ারি) রাতে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিচ্ছি। আহত ও অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ্, ইউজিসি সদস্য ড. আলমগীর এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ডুয়েটের উপাচার্য হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।