1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের   - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চবিতে সংঘর্ষকে কেন্দ্র করে প্রশাসনের সিদ্ধান্ত কী? ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয় কুষ্টিয়া সীমান্তে ৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ ক্ষমতায় গেলে শক্তিশালী রাষ্ট্র গড়বে বিএনপি,দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা জীবিকার তাগিদে ডাকাত আতঙ্ক উপেক্ষা করে সুন্দরবনে জেলেদের প্রবেশ শ্যামনগরে বেড়িবাঁধের অবৈধ নাইন্টি পাইপ অপসারণ করায় পাউবো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচ সেনা নিহত ৩৮ লাখ টাকার বিনিময়ে নথি হস্তান্তর, চাকরি হারালেন কর কমিশনার মিতু একই প্রতিষ্ঠানে টানা দু’বারের বেশি সভাপতি হতে পারবেন না কেউ

বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের  

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৩ জন খবরটি পড়েছেন
বিডিটেলিগ্রাফ


শাবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও তার সহপাঠীকে মারধর করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব ও গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক। 

এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার ব্যবস্থা, বিচারের দীর্ঘসূত্রতা ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার ক্ষমতার আধিপত্য বিস্তারের কারণে মানুষের মধ্যে দিন দিন ধর্ষণের মতো ঘটনাসহ নানান অপরাধ প্রবণতা বেড়েই চলছে। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়ে বিচার পাচ্ছেন না নারীরা। ফলে ধর্ষণের প্রবণতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। সুষ্ঠু বিচার না হওয়ায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। বিচারহীনতার এই অপসংস্কৃতির কারণে ভবিষ্যতে এমন ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তারা। তাই বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। 

এদিকে একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাজু শেখ ও সাধারণ সম্পাদক মো. তানভীর রহমানের এক যৌথ বিবৃতিতে দিয়েছেন। 

যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশে ক্রমাগত খুন, গুম, ধর্ষণ-কাণ্ডের মাধ্যমে এক বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতার উদাহরণ হচ্ছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর গণধর্ষণের মতো ঘটনা। বিচারহীনতার সংস্কৃতি কারণে কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews