বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার বিচারের দাবিতে আন্দোলন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে প্রায় পাঁচ-শতাধিক শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে অবরোধকারী শিক্ষার্থীসহ উপাচার্য ও শিক্ষকদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার বিচার দাবি করেন।
এসময় আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, আমাদের বোনের ধর্ষণের বিচারের দাবি, গতকাল আমাদের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে তার প্রতিবাদ, এবং আমাদের শিক্ষক-উপাচার্য স্যারকে শারীরিকভাবে নিপীড়ন ও তাদের উপর হামলার প্রতিবাদসহ সবকিছুর বিচার দাবিতে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বশেমুরবিপ্রবি পরিবারের সকলের নিরাপত্তা ও সঠিক শিক্ষার পরিবেশ চাই।
উল্লেখ্য , বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। বিচারের দাবিতে গতকাল ভোর ৬ টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার চাওয়ার জেরে ছাত্রলীগ ও স্থানীয় কর্তৃক দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।