দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫০ টি। নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে নতুন দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এর ফলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২ টি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে নতুন দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দুটি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২- এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।