গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া আরও বলেন, আওয়ামী লীগ সরকারকে হয়তো এই দেশের মানুষ চিরকালের জন্য দূর করে দেবে। এর আগে তারা ছিল ২১ বছর ক্ষমতার বাইরে। ১২১ বছরেও আওয়ামী লীগ সরকার নির্বাচনে জিতবে না।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না পেরে বিক্ষোভ শেষে রাজধানীর কাকরাইল মোড়ে রেজা কিবরিয়া এমন মন্তব্য করেন।
তিনি বলেন, পুলিশ আমাদের বাধা দেয়। আমরা কিন্তু ছাড়বো না। যে কোনো বাধা আমরা অতিক্রম করব। আমরা এই সরকারকে সরিয়ে জনগণের দাবি আদায় করব। আমাদের সময় ডটকম