ইরানে বন্দি ব্রিটিশ-ইরানি নাগরিকের মুক্তির জন্য প্রায় ৪ যুগ আগে সমরাস্ত্র কিনতে দেয়া ৪০ কোটি পাউন্ড ইরান কে ফিরিয়ে দিচ্ছে যুক্ত্ররাজ্য ।
ইরানি নেতা মোহাম্মদ রেজা শাহ পাহলভি সরকারের পতনের পর আর সমরাস্ত্র চালান পাঠায়নি ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে এতদিন পর রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে হঠাৎ করেই ইরানের সেই পাওনা মেটাতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্য। বুধবার (১৬ মার্চ) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা ইরানের ঐতিহাসিক ৪০ কোটি পাউন্ড পরিশোধের উপায় খুঁজছেন। তবে প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে কি না তা নিশ্চিত করেননি তিনি।
এদিন ইরানে বন্দি ব্রিটিশ-ইরানি নাগরিক নাজানিন জাঘারি-র্যাটক্লিফের মুক্তির বিষয়ে স্কাই নিউজের সঙ্গে কথা বলছিলেন লিজ ট্রাস। ২০২১ সালে ইরানের রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যমে বলা হয়েছিল, যুক্তরাজ্য সরকার তেহরানের ওই পাওনা মিটিয়ে দিলেই নাজানিনকে মুক্তি দেওয়া হবে।
নাজানিন ছাড়া আনুশেহ আশুরি এবং মোরাদ তেহবাজ নামে আরও দুই ব্রিটিশ নাগরিক বর্তমানে ইরানে বন্দিজীবন কাটাচ্ছেন। তাদের মুক্তির বিষয়েও আলোচনা চালাচ্ছে ব্রিটিশ সরকার।
লিজ ট্রাসের কাছে এদিন প্রশ্ন করা হয়েছিল, নাজানিন শিগগির লন্ডনে ফিরতে পারবেন কি না। জবাবে তিনি বলেন, যুক্তরাজ্য সরকার নাজানিনের মুক্তি ও ইরানের দেনা পরিশোধের বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে।