শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি। ।
ঈদুল ফিতর উপলক্ষে সাভারের বিপনী বিতান গুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাভারের ছোট-বড় প্রতিটি শপিংমল সহ ফুটপাতে দেখা গেছে কাস্টমারদের উপচে পড়া ভিড়।সাভারের নিউ মার্কেট,সিটি সেন্টার,রাজ্জাক প্লাজা,উৎসব প্লাজা,অন্ধ মার্কেট সহ বেশকিছু মার্কেটে ঘুড়ে দেখা যায় সারাদিনের চেয়ে ইফতারের পরে কাস্টমারের পরিমান বেশি।
এসব শপিংমল সহ আশেপাশের ফুটপাতেও জমে উঠেছে ঈদ কেনাকাটা। সাভারে বসবাসরত জনসংখ্যার প্রায় ৫৫ভাগই পোশাক শ্রমিক।১৫রোজার পর থেকেই বিভিন্ন পোশাক কারখানায় ঈদের বোনাস দেওয়া শুরু করেছে। সাভারের আল-মুসলিম গ্রুপের সুইং অপারেটর নাজমার সাথে কথা বললে তিনি বিডি টেলিগ্রাফ কে জানান ,গতকাল বোনাস পাইছি ঈদে দেশের বাড়ি যাবো বেতন পাওয়ার পর কেনাকাটার সময় থাকেনা এজন্য বোনাস পেয়ে কেনাকাটা করতে আসছি।
সিটি সেন্টারের নিচ তলায় ইনফিনিটির এক সেলসম্যানের সাথে কথা বললে তিনি বিডি টেলিগ্রাফ বলেন,আলহামদুলিল্লাহ গতবারের থেকে এবার ঈদ উপলক্ষে আমাদের সেলস অনেক ভালো।সকাল থেকেই আমাদের কাস্টমারের চাপ থাকে। ইফতারের পর চাপ আরো দিগুণ বেড়ে যায়।
কেনা-বেচার একই চিত্র দেখা যায়,পোশাক,জুতা,কসমেটিকস সহ সকল প্রকার দোকানে।