অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যশোর খুলনা মহাসড়কে ২০০জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরন কালে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের অন্যতম সংগঠক ও নওয়াপাড়া পৌর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মির্জা তমাল, অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাঁধন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগ নেতা ইখলাস গাজী,মোঃ তানভির, আবির হোসেন, আশফিক মাহমুদ মাহিন ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাব্বির আহমেদ, আব্দুল্লাহ, পল্লব সহ প্রমুখ।
অভয়নগর উপজেলা ছাত্রলীগের অন্যতম সংগঠক ও নওয়াপাড়া পৌর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মির্জা তমাল জানান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত দাদার সার্বিক সহযোগিতায় ও যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব ভাইয়ের নির্দেশনায় আমরা এই কার্যক্রম সম্পন্ন করেছি। অতীতের ন্যায় অভয়নগর উপজেলা ছাত্রলীগ আগামীতে ও সকল ভালো কাজের সাথে সতস্পূর্ত ভাবে অংশগ্রহন করব।