রাজেশ গৌড়,দুর্গাপুর প্রতিনিধি।। নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আলহাজ্ব এডভোকেট মুজিবুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক সমিতির মিলনায়তনে এ সভা করেন তিনি। মতবিনিময় কালে সভাপতি প্রার্থী মুজিবুর রহমান বলেন , আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি দলের নিঃস্বার্থ কর্মী হিসেবে ছাত্র জীবন থেকে দলের জন্য কাজ করে আসছি। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছি। আসন্ন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে আমি সভাপতি প্রার্থী। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে দলকে আরও সুসংগঠিত করবো। আমি সকলের সহযোগিতা চাই