অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
সন্ত্রাসীদের গুলিতে নিহত অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে উপনির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
বিপুল উৎসাহ আর উদ্দীপনা এবং প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ উপনির্বাচনে মোট ৯শত ৮৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপনির্বাচনে ৪জন মেম্বার পদপ্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
প্রকাশ থাকে যে, ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গত ১০জানুয়ারি রাত ৮টায় গুলি করে হত্যা করে। নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার পর ওই ১নং ওয়ার্ডকে শুন্য ঘোষণা করা হয়। শুন্য ঘোষণা করা এই ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন।
উপনির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম হাবিবুর রহমান জানান, শুন্য ঘোষিত ওই ওয়ার্ডে একটি কেন্দ্র স্থাপন করে চারটি বুথে সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাছাড়া তিনি আরও জানান, উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে পুলিশ প্রশাসনসহ ভোট গ্রহণের সরঞ্জামাদি পৌঁছিয়ে গেছে।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, উপনির্বাচনে এই ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, শুন্য ঘোষিত এই ওয়ার্ডে উপনির্বাচন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তাছাড়া ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে।