1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গুলিতে নিহত ইউপি মেম্বারের ওয়ার্ডে ২ভোটে বিজয়ী হলেন অর্ধেন্দু মল্লিক - টেলিগ্রাফ বাংলাদেশ
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেলো গৌরীপুরে ২৪ জন গৌরীপুর ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত  শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্ম নিবন্ধন জটিলতার অবসান শরণখোলায় বিএনপি নেতার পক্ষে মহিলা দল ও  এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ  অভয়নগরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার  বিতরণ  শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে অভয়নগরে সহপাঠির সাথে মারামারি,মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা মাগুরায় শিশু ধর্ষনে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দিলো ক্ষুব্ধ জনতা কালীগঞ্জে পরিষদে ৩ যুবককে পেটানো চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

গুলিতে নিহত ইউপি মেম্বারের ওয়ার্ডে ২ভোটে বিজয়ী হলেন অর্ধেন্দু মল্লিক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
সন্ত্রাসীদের গুলিতে নিহত অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বুধবার শান্তিপূর্ণ পরিবেশে
উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সকাল নয়টায় শুরু হয়ে একটানা বিকাল পাঁচটা পর্যন্ত বিপুল উৎসাহ আর উদ্দীপনা এবং প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ উপনির্বাচন ফুলেরগাতী হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৯৮৯জন ভোটারের মধ্যে ৭৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপনির্বাচনে চারজন মেম্বার পদপ্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ফলাফলে ২৬৯ ভোট পেয়ে আপেল প্রতীকের অর্ধেন্দু মল্লিক মেম্বার পদে বিজয়ী হন। তবে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফুটবল প্রতীকের তাপস কুমার সরকার মাত্র দুই ভোটের ব্যবধানে ২৬৭ ভোট পেয়ে হেরে যান। অপর দুই প্রার্থী টিউবওয়েল প্রতীকের ইন্দ্রজিৎ কুমার মল্লিক ২১৩
ভোট এবং মোরগ প্রতীকের নৃপেন্দ্রনাথ মল্লিক পান মাত্র ১২ ভোট।

সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রসহ
আশপাশ এলাকা ঘিরে রাখেন। কঠোর নিরাপত্তার মধ্যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও ফলাফলের কার্যক্রম সম্পন্ন হয়।

ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, উপনির্বাচনে শতভাগ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রকাশ থাকে যে, এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গত ১০জানুয়ারি রাত ৮টায় গুলি করে হত্যা করে। নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার পর এই ১নং ওয়ার্ডকে শুন্য ঘোষণা করে উপনির্বাচনের ঘোষণা দেয় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়।

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, শুন্য ঘোষিত এই ওয়ার্ডে উপনির্বাচন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews