ডেস্ক রিপোর্ট।।
খুৎবায় বয়ানে সৌদি সরকারের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির সমালোচনা করেছিলেন কাবা শরীফের এই ইমাম। অর্ধশতেরও বেশি সিনেমা হলে সিনেমার নামে বিদেশি অপসংস্কৃতির জোয়ার বইছে। পশ্চিমা দেশগুলোর মত সন্ধ্যা হলেই ডিজে পার্টিতে হারিয়ে যাচ্ছে সৌদি তরুণ তরুণীরা। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি হলো বিনোদন জগত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারি পরিষদ। ওই বয়ানে ইমাম শেখ সালেহ কনসার্টের সমালোচনা করে বলেন, এধরনের অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আদর্শ ভঙ্গ হয়।
বিশ্বজুড়ে অসংখ্য অনুসারী আছেন এই ইমামের। ইউটিউবে তার বয়ান দেখেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত শোনেন লাখ লাখ মানুষ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান সমাজ সংস্কারে এবং তেলের ওপর নির্ভরশীল অর্থনীতির দেশটিতে বৈচিত্র আনার যে উদ্যোগ নিয়েছেন, তার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে ইমামকে। মিডল ইস্ট আই ডটনেটের প্রতিবেদনে বলা হয়েছে বিন সালমানের সৌদি রাজতন্ত্রে ক্ষমতার মূল হয়ে ওঠার পর দেশটির প্রথম সারির ধর্মীয় নেতা ও ইমাম সহ কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করে আটক করে রাখা হয়েছে যারা ক্রাউন প্রিন্সের সংস্কারের সমালোচনা করেছেন। আমাদের সময়ডটকম