1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিজ্ঞানের বিকাশে তরুনরা এগিয়ে আসলে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারিত হবে-ইয়াফেস ওসমান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা পাঁচ মাদক কারবারি মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানপাট উচ্ছেদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভারতীয় ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার মৌচাকে মসজিদে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৫ বছর পর সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা ৬ মাসের মধ্যে দেওয়ার নির্দেশ শ্যামনগরে খোলপেটুয়া নদীর দেবে যাওয়া চরে জিও বস্তা ডাম্পিং সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক ফের স্বর্ণের দাম বেড়ে ভরি ১ লাখ ৭৫ হাজার টাকা

বিজ্ঞানের বিকাশে তরুনরা এগিয়ে আসলে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারিত হবে-ইয়াফেস ওসমান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ জন খবরটি পড়েছেন

পিয়াল হাসান স্বাধীন।।

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে আয়োজন করছে ‘দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব ২০২২’। ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্তরে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে ৩ সেপ্টেম্বর, ২০২২, শনিবার। দেশের ২০ টির মতো গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ও বিজ্ঞান গবেষনায় আগ্রহী শিক্ষার্থীদের সমাগমে মুখরিত ছিল অনুষ্ঠানটি।

কেমন হয় যদি ৪০০ বছর আগের পানাম নগড় সিটি ঘুরে আসা যায়? কিংবা সিমুলেশন এর মাধ্যমে  ভার্চুয়ালি মেডিকেল ট্রেনিং অথবা অপারেশনে পুরো প্রক্রিয়া শিখে ফেলা যায়। এই অসম্ভবকেই সম্ভব করেছে রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড। প্রতিষ্ঠানটি ইন্টারেক্টিভ টেকনোলজি রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তারা এ আর/ভি আর/থ্রি-ডি সিমুলেশন এবং ভিজুয়েলাইজেশন, ক্রস প্ল্যাটফর্ম এপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টসহ অন্যান্য সকল আইটি সংক্রান্ত কাজ করে থাকে। “দেশীয় গবেষণা ও গবেষণায় ক্যারিয়ার উৎসব- ২০২২” উপস্থিত ছিলেন রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমেটেড তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে। পুরো দিন ঘিরেই তরুন বিজ্ঞান প্রেমীরা ভিড় করছিলেন তাদের স্টলে।

রোবাষ্টের চেয়ারম্যান শিশির সরকার জানান ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা থ্রম্বেক্টমি সার্জারি ও ট্রেনিং সিমুলেশন ব্যবহার করে  সার্জারি ট্রেনিং, থ্রম্বেক্টমি সার্জারির প্রিপারেশন ও বাস্তবধর্মী অপারেশন শেখার সুযোগ পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে উদ্ভাবিত প্রযুক্তি দেখেছেন। রোবাষ্টের বানানো মেডিকেল সিমুলেশন দেখে তিনি জানান “বিজ্ঞানের বিকাশে তরুনরা এগিয়ে আসলে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারিত হবে।“

আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর লাফিফা জামাল। মূলত তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি (ডিইউএসএস) ববাবরই বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে আসছে। আমাদের দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকলেও তরুণ শিক্ষার্থীদের অনেকেই এসব প্রতিষ্ঠানের গবেষণার ক্ষেত্র এবং সেখানে গবেষণার সুযোগ ও গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলার পদ্ধতি সম্পর্কে অবহিত নয়। তাই বিজ্ঞান শিক্ষার্থীদের এসকল গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরিচিত করার এবং সেখানে গবেষণা ও ক্যারিয়ার তৈরির সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। উক্ত অনুষ্ঠানে আমাদের দেশের গবেষণার পরিস্থিতি, গবেষণার বিভিন্ন ক্ষেত্র এবং সম্ভাবনা নিয়ে একটি আলোচনাসভা আয়োজন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে ছিল টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews