1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
রোগীদের কথা ভেবে দৌড়ে হাসপাতালে গেলেন চিকিৎসক - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী লবণ জলে, জীবন জ্বলে শীর্ষক “পানির কথা “অনুষ্ঠিত নিখোঁজের ৩ দিন পর কবর থেকে এক নারীর মরদেহ উদ্ধার শ্যামনগরে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত না দিয়ে ওয়ার্ড থেকে বের করে দিলেন নার্স মেগা প্রকল্প স্থায়িত্বশীল করতে বেড়িবাঁধে বৃক্ষ রোপণ কুড়িগ্রামের চরাঞ্চলের নারীরা জানে না স্যানিটারি ন্যাপকিন কি ? যশোরে বাউবির এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্থায়ী অভিবাসীদের সন্তানরা আর নাগরিক নয়: ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রোগীদের কথা ভেবে দৌড়ে হাসপাতালে গেলেন চিকিৎসক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ৩০ আগস্ট বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন এক চিকিৎসক.। সেদিন প্রবল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে চরম যানজটের সৃষ্টি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তার গাড়ি।

সেদিন হাসপাতালে পৌঁছে রোগীদের গলব্লাডারের অস্ত্রোপচার করার কথা ছিল তার। কিন্তু তীব্র যানজটের কারণে সঠিক সময়ে যেতে পারছিলেন না তিনি। তাই রোগীদের কথা ভেবে গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালে যান ওই চিকিৎসক।

অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি।

ওই চিকিৎসক বলেছেন, আমাকে মণিপাল হাসপাতালে পৌঁছাতেই হতো। প্রবল বৃষ্টি ও পানি জমে কয়েক কিলোমিটার রাস্তায় যানজট ছিল। আমি তাই সময় নষ্ট করতে চাইনি। অস্ত্রোপচারের জন্য রোগীরা না খেয়ে রয়েছেন। ফলে ওরা অনন্তকাল ধরে অপেক্ষা করুন, তা চাইনি। সে কারণেই দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

উল্লেখ্য, গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার অনেক সুনাম রয়েছে। রোগীদের কথা ভেবে যে ভাবে দৌড়ে হাসপাতালে গিয়েছেন ওই চিকিৎসক, তাতে সকলেই অবাক।

গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টির কারণে আইটি শহর খ্যাত ব্যাঙ্গালুরুতে চরম জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে জলাবদ্ধতার কারণে যানবাহন আটকা পড়েছে এবং পথচারীদের হাঁটতে সমস্যা হচ্ছে। দুর্গত এলাকার অনেক বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews