মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
শরণখোলা উপজেলার লাকুরতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তৈরী পোষাকের কারখানা, মাছের আড়ৎ ও একটি বসত ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে শরণখোলা ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা মামুন হাওলাদার জানান, শুক্রবার দুপুরের দিকে আকস্মিকভাবে বাজারের আনোয়ার গাজীর তৈরী পোষাকের মিনি কারখানায় আগুন জ্বলে ওঠে। এ সময় সে
বাজারের অন্যান্য ব্যসায়ীদের নিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। এর মধ্যে আনোয়ার গাজীর মালিকানাধীন তৈরী পোষাকের মিনি কারখানা, জলিল মোল্লার মাছের আড়ৎ ও তার বসত ঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন।
ক্ষতিগ্রস্ত আনোয়ার গাজী বলেন, অগ্নিকাণ্ডে তার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান তিন টি ঘর পুড়ে কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা দেয়া হবে।