বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত সবুর আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সবুর আলী বাড়ির কাছের মসজিদে ফজরের নামাজ শেষে রেললাইনের মাঝখান দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এসময় খানখানাপুর রেলস্টেশনের রেলক্রসিং এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।