।।মোঃ মাসুম বিল্লাহ।।
মাগো তোমাকে ভালোবাসি,
অনেক বেশি ভালোবাসি…..
পৃথিবীর সব কিছুর থেকে ও বেশি,
তোমাদের ভালোবাসি।
কোন বিশেষ দিনে নয়,
প্রাতি দিনে প্রতি ক্ষণে তোমাদের ভালোবাসি।
মাগো অনেক দিন খাই না বাবার বকুনি,
অনেক দিন হয়নি দেখা ঐ মুখখানি;
বাবা আমার আগের মতো বলে কি মা আমার কথা?
সেই যে রাত দুপুর বেলা,
কখনো মিষ্টি কখনো পিঁয়াজির সাথে পাপর বেগুনি চপ
সাধ্য হলে বিরিয়ানি,
ঘুম থেকে তুলে নিয়েছে কোলে
দিয়েছে গালে পুরে।
আমি ঘুমে ঢুলু ঢুলু কি যে খেলাম বুঝিনি কখনো
নিয়েছি পেটে পুরি।
এখন আর আমাই কেউ খাওয়াই না,
কেউ দেখাই না রাগ।
এখন নাকি বড় হয়েছি আমি!
সত্যি মা…
সন্তান হয় কি কখনো বড় তোমাদের কাছে?
বয়স বেড়েছে আমার সাথে চুলে ধরেছে পাক
বৃদ্ধ হয়েছো তোমরা এখন, আমি হয়েছি বাপ
তোমাদের মুখে হাসি ফোটাতে ঘুরি আমি পথে পথে,
কখনো ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে
কখনো পরীক্ষা দিতে হতাশা নিয়ে মনে।
আজ তোমাদের মুখের হাসি আমার কাছে বন্দী
কি করে তাকাবো তোমার মুখে মা
হারিয়েছো তোমর চোখের জ্যোতি,
আমাকে করতে মানুষ
কি যে হলাম মানুষ ?
সব কিছু এখন বেকারত্বের কাছে বন্দী।