রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার। দেবহাটায় ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ায় করছে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ওহেদ গাজীর ছেলে মোনাজাত হোসেন।
জানা গেছে, তিনি পেশায় ছিলেন একজন চা বিক্রেতা। কিন্তু আজ থেকে প্রায় ৬-৭ মাস আগে তার মাথায় ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। গরীব অসহায় মোনাজাত হোসেন সাথে সাথে ডাক্তার দেখাতে ছুটে যান রাজধানীর বিভিন্ন বড় বড় হাসপাতালে। এতে করে নিজের জমানো সকল টাকা ব্যায় করে তিনি চিকিৎসা করতে সর্বস্ব ব্যায় করেন। কিন্তু তিনি সুস্থ হতে পারেন নি। এ অবস্থায় ডাক্তারেরা বলেছেন এখন প্রতি মাসে দিতে হবে ক্যামোথেরাপি।সেই সাথে বিভিন্ন ঔষধপত্র কিনতে প্রয়োজন অনেক টাকা।এখন কোথায় পাবেন গরীব অসহায় মোনাজাত ! তার তো নেই কোন টাকা। এ অবস্থায় অসহায় মোনাজাত চিকিৎসা খরচ যোগাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন।মরনব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন। তার মোবাইল নাম্বার +8801759840398।