নগরকান্দা প্রতিনিধি।
ফরিদপুরের নগরকান্দায় এক বৃদ্ধা মাকে ছাগলের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগে তার ছেলেকে দায়ী করেছেন স্থানীয়রা। সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন বৃদ্ধাকে উদ্ধার করেছে।
৮০ বছর বয়সী সবজান খাতুনকে তার ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে আটকে রেখেছিলেন বলে জানা যায়। কোদালিয়া শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের এই বৃদ্ধাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সবজান খাতুনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক মাস আগে বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে আসেন তিনি। এরপর থেকেই ছোট ছেলে ও তার স্ত্রী বৃদ্ধাকে ছাগলের ঘরে আটকে রাখেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ছেলে আবুল কালাম বলেন, ‘আমার মাকে আমি যেমন খুশি তেমন রাখব, তাতে মানুষের কী? মা আমাদের কোনো কথা শুনত না। যে কারণে তাকে ঘরের ভেতর বন্দি করে রাখা হয়।’
কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু এই ঘটনার নিন্দা জানিয়েছেন।