স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন মেহেদী হাসান (২৭)। পুলিশ জানায়, স্ত্রী জান্নাত আক্তার (১৮) তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
শনিবার (১৭ মে) ভোরে পৌর শহরের মসজিদ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদীর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি মসজিদপাড়ায় মায়ের সঙ্গে প্রায় ২০ বছর ধরে বসবাস করছিলেন। ৯ মে স্থানীয় বাসিন্দা আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, জান্নাত আক্তার পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, কোকের সঙ্গে ছয়টি ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করার পর বালিশচাপা দিয়ে হত্যা করেন তিনি।
পুলিশ আরও জানায়, বিয়ের আগেই জান্নাতের অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত থাকায় মেহেদীকে মেনে নিতে পারছিলেন না তিনি। মেহেদীর পরিবারও একই অভিযোগ করছে।
নিহতের মা বকুল বেগম অভিযোগ করেন, “আট দিন হয়েছে ছেলের বিয়ে দিয়েছি। বউয়ের প্রেম ছিল, সে-ই আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই।”
ঘটনার পর জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।