সিংড়া প্রতিনিধি।
নাটোরের সিংড়া উপজেলায় এক রাতে পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় এক কিশোরী নববধূ ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নলবাতা ও শেরকোল গ্রামে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নলবাতা গ্রামে মাত্র ১৪ বছর বয়সী জীম খাতুন নামের এক নববধূ নিজ শয়ন কক্ষে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুই মাস আগে পাশের পাঁচবাড়িয়া গ্রামের তাহাজ উদ্দিনের মেয়ের সঙ্গে কৃষক মমিন মোল্লার বিয়ে হয়েছিল। রাত ৮টার দিকে তাকে ঘরের তীরে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই রাতে, সিংড়ার শেরকোল গ্রামে ১৬ বছর বয়সী ফরহাদ হোসেন নামে এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফরহাদ স্থানীয় সমজান আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবার জানায়, পড়াশোনা নিয়ে বাবার গালমন্দের পর অভিমানে ফরহাদ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।