1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
নারীদের হেনস্তা রোধে কঠোর মালিক সমিতি: ঈদযাত্রায় সিসি ক্যামেরা ছাড়া চলবে না দূরপাল্লার বাস - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাম্বুলায় দাপুটে জয়, সিরিজে সমতায় বাংলাদেশ দুই লাল কার্ড, পাঁচ গোল আর শেষ মুহূর্তের নাটক- নেপালকে হারালো বাংলাদেশ গাজায় পানির জন্য দাঁড়ানো লাইনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ শিশু ১.২ পেটাবিট/সেকেন্ড গতিতে বিশ্ব রেকর্ড গড়ল জাপান: ইন্টারনেট এখন কল্পনার চেয়েও দ্রুত! চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার দুই আসামী দুর্গাপুর থেকে গ্রেপ্তার কারামুক্তি ২৯ জনের: সাজা রেয়াত পেয়ে ঘরে ফিরলেন ২৯ বন্দি! উপকূলীয় মানুষের জীবনে স্বস্তির পরশ দিয়েছে “ব্লু-ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প’’ শ্যামনগরে ৭৬ পিচ ইয়াবা সহ আটক ১ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল  সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অভয়ারণ্য মাছ ধরার সময় জেলের মৃত্যু

নারীদের হেনস্তা রোধে কঠোর মালিক সমিতি: ঈদযাত্রায় সিসি ক্যামেরা ছাড়া চলবে না দূরপাল্লার বাস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭ জন খবরটি পড়েছেন

আসন্ন ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি, ছিনতাই ও নারী যাত্রীদের হেনস্তা বন্ধে প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নির্দেশনা বাস্তবায়নে মালিকদের আগামী ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ক্যামেরা স্থাপন না করলে ঈদযাত্রায় সেসব বাসকে সিরিয়াল না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে সমিতি।

রোববার (২৫ মে) রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নির্দেশনা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দূরপাল্লার বাসে যাত্রীরা ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী যাত্রীদের লাঞ্ছনা ও হেনস্তার ঘটনা বাড়ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা সঠিকভাবে নির্ণয়, তদন্ত এবং প্রতিরোধের জন্য প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে বলে জানানো হয়েছে।

গত শনিবার (২৪ মে) সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমের সই করা এক চিঠিতে বাস মালিক সমিতি এবং জেলা শাখার অন্তর্ভুক্ত কোম্পানিগুলোকে দূরপাল্লার বাসে সিসি ক্যামেরা স্থাপনের জরুরি নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নির্দেশনা যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, সিসি ক্যামেরা স্থাপন না করলে এবং গাড়ির গতি নির্দিষ্ট করা না থাকলে প্রয়োজনে সেসব গাড়ি চলাচলে সিরিয়াল দেওয়া বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে পরিবহন মালিক সমিতিকে চিঠি পাঠিয়েছিল। যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews