ডেস্ক নিউজ।
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের শপথের বিষয়টি উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে এগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সময় নির্ধারণের অনুরোধ জানিয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা চাইলে নিজে অথবা সংশ্লিষ্ট বিভাগের কোনো উপদেষ্টা, সচিব কিংবা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর অনুমতি দিতে পারেন। সেই প্রস্তুতিও আগেভাগেই নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ।
শপথ প্রক্রিয়া অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।