1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ করা হয়েছে। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করা হয়।

এর আগে, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের বিরুদ্ধে করা রিট আবেদন ২২ মে হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ১৩ মে এই রিটটি করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং পরে শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। তবে ওই বছরের ৩ মার্চ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেন।

পাঁচ বছর ধরে চলা এ মামলার প্রেক্ষিতে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র ঘোষণা করে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ডিএসসিসির তৎকালীন মেয়র শেখ তাপসকে অপসারণ করা হয়। এরপরই নির্বাচন ট্রাইব্যুনালের রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়।

তবে গেজেটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়ে যায়। এখন সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলো, যার মাধ্যমে বিষয়টি আপিল বিভাগে গড়াল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews