কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় যৌথ বাহিনীর এক অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে আটক করা হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযানটি ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এবং সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
সুব্রত বাইন নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের এক আলোচিত নাম ছিলেন। ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন সরকার যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তাতে তার নামও অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি রয়েছে।
অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বিকেল ৫টায় ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।