ধামরাই সংবাদদাতা।
ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌসুমী বেগম (২০) নামে ওই নারী স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে বিকেলের মধ্যে জন্ম নেওয়া শিশু ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৌসুমী বেগম ধামরাই পৌরসভার পশ্চিম লাকুড়িয়া পাড়ার বাসিন্দা। তাঁর স্বামী রবিউল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তাঁদের মূল বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায়।
মৌসুমী প্রসব ব্যথা অনুভব করলে তাঁকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাভাবিকভাবে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী জানান, “স্বাভাবিকভাবে তিন সন্তান জন্ম দেওয়া একটি বড় অর্জন। আমাদের মেডিকেল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। দুইটি শিশুর ওজন এক কেজির কম থাকায় আমরা তাদের NICU-তে পাঠিয়েছি। তবে মা ও তিন নবজাতকই এখন পর্যন্ত স্থিতিশীল আছেন।”
এই খবরে ধামরাই হাসপাতাল জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। অনেকেই ছুটে যান নবজাতকদের দেখতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন কন্যার নাম ইতিমধ্যেই রাখা হয়েছে।
নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের সহযোগিতায় আমি একসঙ্গে তিন কন্যা সন্তানের বাবা হতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, সবার দোয়া চাই।